১২ নভেম্বর, ২০২৪ ২০:০৪
গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাপা নেতা খলকুর রহমান খলকুকে (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব -৯। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পরিষদের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, খলকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং- ৩৪/৪৭৩, তারিখ ২৭-১০- ২০২৪ইং) ৪১ নং এজহার ভুক্ত আসামী।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেলের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলা পরিষদের সামন থেকে খলকুর রহমান খলকুকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।
আপনার মন্তব্য