১২ নভেম্বর, ২০২৪ ২০:১১
সিলেটের ওসমানীনগরে সাড়ে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনি সহ মো. শহিদ মিয়া(৩২) ও মো. শাকিল আহমদ(২৪) নামের দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার সামন থেকে একটি ড্রাম ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ করে ওসমানীনগর থান পুলিশ।
আটকৃত শহিদ সিরেটের জৈন্তাপুর থানার গৌরিশংকর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও শাকিল শাহপরান থানার কুনিরচক গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, গত সোমবার রাতে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে ২৫০ বস্তা অবৈধ ভারতীয় চিনি নিয়ে বালু বোঝাই একটি (ঢাকা মেট্রো-শ-১১-১৫৫১) ড্রাম ট্রাক দিয়ে চোরাচালানের চিনি নিয়ে যাচ্ছিলো চোরাকারবারী। এমন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই শফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে চিনি বোঝাই ট্রাকটিকে ধাওয়া করে মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম মাদ্রার সামনে ট্রাকটিকে আটক করে।
এ সময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ ভারতীয় চিনি রয়েছে বলে স্বীকার করে ট্রাক চালক। পরে ট্রাকটি থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ২৫০ বস্তায় ১২ হাজার কেজি চিনি জব্দ করা হয়। এ সময় ট্রাকের সাথে থাকা শহিদ ও শাকিলকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে পুলিশ।
মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ওসমানীনগর থানায়(মামলা নং-৯) দায়ের করেছে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ভারতীয় চিনি জব্দ ও দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য