শ্রীমঙ্গল প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৭

শ্রীমঙ্গলে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে ও স্বপ্না কানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, আইপিডিএস এর মৌলভীবাজার জেলা ফিল্ড অফিসার সুমন কৈরী প্রমুখ।

পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত