মাধবপুর প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪ ১৯:৩২

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ২০ কেজি গাঁজা সহ ৪ জনকে আটক করেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা আড়াইটার সময় মাধবপুর পৌরসভার বায়তুন নুর রমিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে থেকে একটি প্রাইভেটকার সহ আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদ্রাসাটির সামনে অবস্থান নিয়ে প্রাইভেটকারটিকে আটক করে তল্লাশী চালিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার ও আসামীদের আটক করা হয়।

আটকরা হচ্ছে শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের রজব আলীর ছেলে কুদ্দুছ মিয়া (৪৫), হবিগঞ্জ পৌরসভার মোহনপুরের মুছাব্বির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), ও হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আঃ লতিফের ছেলে ইমরান মিয়া (২০)।

এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আপনার মন্তব্য

আলোচিত