কুলাউড়া প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৩৫

কুলাউড়ায় যুবলীগের সম্মেলনে হামলার শিকার আ’লীগ সম্পাদক, আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় দলীয় বিরোধের জের ধরে ইউপি যুবলীগের সম্মেলনে হামলা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু (৫৮) গুরুতর আহত হয়েছেন। এসময় জেলা যুবলীগের সদস্য আবু মোহাম্মদ (৪০), উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান আতিক (৪৪) ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইস্রাব আলী ইছই (৩৫) আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউপি যুবলীগের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ফজলুর রহমান।

প্রধান অতিথি মেয়র ফজলুর রহমান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের কাউন্সিল চলছিল।

এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান উত্তেজিত হয়ে বলেন “তাকে এ সম্মেলনে কেন বক্তব্যের সুযোগ দেয়া হল উনি আ’লীগের বহিস্কৃত নেতাকে নিয়ে মিছিল করেন”। এর সুত্র ধরে সম্মেলনের স্টেইজের পাশে রফিকুল ইসলাম রেনুর উপর সম্মেলনে উপস্থিত কয়েকজন হামলা চালায়। এসময় তাকে বাচাঁতে গিয়ে আবু মোহাম্মদ, আতাউর রহমান আতিক ও ইস্রাব আলী ইছই গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ সম্মেলনস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাঁর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পরপরই কুলাউড়া শহরে রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা হামলাকারীদের শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামসুদ্দোহা বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত