৩০ নভেম্বর, ২০২৫ ১৭:১৫
প্রতীকী ছবি
ফেসবুকে প্রেমের সূত্রে ধরে সিলেটে আসা দুই কিশোরীকে ধরে থানায় এনেছে পুলিশ। ওই কিশোরীদের একজনের বাড়ি সিরাজগঞ্জে ও অপরজনের বাড়ি খুলনায়। নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে তারা সিলেট এসেছিলো। সিলেটের কোম্পানীগঞ্জ থেকেতোদের উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে হেফাজতে নেয়।
রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরবর্তীতে বাসা ভাড়া নেয়ার জন্য থানাবাজার এলাকায় গেলে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
আপনার মন্তব্য