০১ ডিসেম্বর, ২০২৫ ১৭:২১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুনী। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
রোববার বিকাল থেকে তিনি অনশন করছেন। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অনশনে ছিলেন। ওই তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই তরুণী একই উপজেলার বাসিন্দা।
ওই তরুনী জানান, জারুলিয়া গ্রামের ইয়াছিন আরাফাত ইমনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। ইমন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুরুব্বীয়ান অবগত রয়েছেন বলে জানান ওই তরুনী।
তরুনী বলেন, বিয়েতে ইমন রাজি থাকলেও তার পিতা অনীহা প্রকাশ করছেন।
আপনার মন্তব্য