ডেস্ক রিপোর্ট

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:০৮

সিলেটে ৮ম বইপড়া উৎসবের উদ্বোধন শুক্রবার

সিলেটে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অষ্টম বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার।

বিকেল ৩ টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়! এসো পাঠ করি- বিকৃতির তমসা থেকে, আবিস্কার করি- স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে বইপড়া উৎসবে সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা, স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব জানান, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে গত ৮ বছর যাবত এ বইপড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং উৎসবটি ইতিমধ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, রেজিস্ট্রশনকৃত শিক্ষার্থীদের আগামীকাল বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রিপোর্টিং করতে আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত