সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:২৫

আনন্দনিকেতন স্কুলের ২৫ বছরপূর্তির অনুষ্ঠানমালা শুরু

প্রতিটি স্কুলে একটি করে পরিবেশ সংগঠন থাকা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থা বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

আনন্দনিকেতন স্কুলের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিশুদেরকে পরিবেশ সচেতন কওে তুলতে হবে । এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাবের মত প্রতিটি স্কুলে পরিবেশ ক্লাব গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দনিকেতন লিমিটেড এর চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী,  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আনন্দনিকেতন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নূরুর রশীদ চৌধুরী, পরিচালক ডাঃ সাইরাস সাকিবা, পরিচালক ডাঃ তাইফুর রহিম, স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী, স্কুলের এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস ও নিলুফার চৌধুরী ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের সাবেক ছাত্রী নেদা সাকিবা ও সামিহা সুরাইয়া চৌধুরী।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নগরীর সুবিদ বাজারে আনন্দনিকেতন স্কুল ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ । স্কুলের সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র-শিক্ষক পূণর্মিলনীতে যোগ দেয়া অনেককেই আবেগ আপ্লুত দেখা যায়।

স্কুলের বিভিন্ন সময়ের ছবি দিয়ে সাজানো গ্যালারীতে নিজেদের বাল্যকালের ছবি দেখে অনেকেই হারিয়ে যান অতীতের দিনগুলোতে। উৎসবে বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনা সমবেত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

সকাল নয়টায় র‍্যালির মধ্য  দিয়ে ২৫ বছরপূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়। র‍্যালি শেষে মূল মঞ্চের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী।

এরপর 'উই আর আনন্দনিকেতনিয়ান’ শিরোনামে উৎসব সঙ্গীত পরিবেশিত হয়।

আনন্দনিকেতন এলামনাই এসোসিয়েশন এর সভাপতি সাবেত নাঈম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের  মধ্য দিয়ে শুরু হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি চারণপর্ব। স্মৃতিচারণ পর্বের ফাঁকে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় দু’টি নাটিকা মঞ্চস্থ হয়।

স্কুলের এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস প্রথম পর্বে সমাপনী বক্তব্য রাখেন।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন নেদা সাকিবা, সাজিদ আব্দুল্লাহ চৌধুরী, নাগমি সাকিবা, সামিহা সুরাইয়া চৌধুরী, ডাঃ তাজকিয়া সুলতানা বক্স, সারাহ বিনতে নাসিম, রিসালাত চৌধুরী, সুমাইয়া মাহমুদ, রবিন দেব, রুহামা চৌধুরী, শারমিন জাহান, হৃতিক দাস, নারমিন তারতিলা প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা জেসি, ডলি, বুপু, তুলি,  কাকন, প্রশান্ত, নিব্রাস ও রাজদিনা ।

শুক্রবার বিকালে স্কুলের নিজস্ব ব্যান্ড এর পাশাপাশি ব্যান্ড দল মেট্রোপলিস ও নেমেসিস গান পরিবেশন করবে।

উল্লেখ্য, শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত ছাত্রছাত্রী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠান উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত