তপন কুমার দাস, বড়লেখা

১২ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:০১

আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষার রাজনীতি করে: বড়লেখায় মিসবাহ সিরাজ

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে এশিয়ার মধ্যে অন্যতম একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন একটি মধ্য আয়ের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জোট উন্নয়নের পথ বাঁধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষার রাজনীতি করে আর বিএনপি জোট ধংসের রাজনীতি করে। তিনি বিএনপি জোটকে ধংসের রাজনীতি ত্যাগ করে গণতন্ত্রের রাজনীতি শুরু করার আহবান জানান।

পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, বড়লেখা উপজেলা চেয়াম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, পৌর মেয়র কামরান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, ইশতিয়াক আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।

এর আগে জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

 

আপনার মন্তব্য

আলোচিত