সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৬ ১৪:৩৬

কিবরিয়া হত্যা: তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, উপস্থিত ছিলেন কারামুক্ত আরিফ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী।

সাক্ষ্য দিয়েছেন- আলী আফসর, জসিম উদ্দিন ও সৈয়দ সোহেল। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের  বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ৭ এপ্রিল নির্ধারণ করেছেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলামেইলকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আরিফ ছাড়াও ওই মামলার বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর আদালতে নিয়ে আসা হয়নি।

কিশোর কুমার কর আরো জানান- কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৯ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। কিবরিয়া হত্যা মামলাটি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার আদালতে আসে।

আপনার মন্তব্য

আলোচিত