নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৬ ১৬:৩০

সিলেটে দ্বিতীয় দফায় গোলযোগহীন ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা

সিলেট বিভাগের ৪৬টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।   

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে নিরবিচ্ছিনভাবে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টায় এসে শেষ হয়।

সকালে জাফলং এর একটি কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ পাওয়া যায়। দুপুরে বড়লেখার বর্ণীতে মেম্বার প্রার্থির পক্ষে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় পুলিশ ছয় রাউন্ড গুলি ছুঁড়ে। এছাড়া তেমন বড় কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেট বিভাগে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দরিগাঁও, তোয়াকুল।

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়।

মৌলভীবাজার জেলার বড়লেখ উপজেলার বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর।

জুড়ি উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।

আপনার মন্তব্য

আলোচিত