দেবব্রত চৌধুরী লিটন, কোম্পানীগঞ্জ থেকে

৩১ মার্চ, ২০১৬ ১৬:৩১

ইউপি নির্বাচন : কোম্পানীগঞ্জে সকালে ভিড়, বিকেলে ফাঁকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র গুলোতে সকালে ভোটারদের ভিড় ছিল প্রায় প্রতিটি কেন্দ্রে। সরজমিনে কোম্পানীগঞ্জের একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেল এমনই চিত্র।

উপজেলার দক্ষিণ রনিখাই ইউপির বর্ণি মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ১১৯৫ । দুপুর পৌনে ৩ টায় কেন্দ্রটিতে গিয়ে দেখা কেন্দ্রটি পুরোপুরি ফাকা।  প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে জানা গেল এখানে ৩টা নাগাদ ১০০০ এর উপরে  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই কেন্দ্রে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ফয়জুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মো. ফয়ছল আহমদের কথাও এমনটাই।

কেন্দ্রটির বাইরে কথা হয় এই ইউপির ১নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল ছত্তারের সাথে। তিনি ভোট গ্রহনে সন্তুষ্টির কথা জানান।

বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দ্বায়ীত্বরত প্রিসাইডিং অফিসার সুব্রত কুমার দে জানান ইউপি নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই সন্তোষজনক। এই কেন্দ্রে মোট ১৩৫৯ জন ভোটারের মধে সোয়া ৩টা পর্যন্ত ১১৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত