নবীগঞ্জ প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৬ ০১:০৬

তনু হত্যার বিচারের দাবিতে আউশকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে যখন উত্তাল হয়ে উঠছে সারাদেশ, এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের আউশকান্দিতে বৃহস্পতিবার সকাল ১১টায় আউশকান্দি স্কুল এন্ড কলেজের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।  

মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি সহ হাজারো লোকের সমাগমে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফুল অব লাইট সোসাইটির সদস্য রকি পারভেজ এর পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান হারুন, মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি, আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল বাহার তালুকদার, বাংলা প্রভাষক শাহিন আক্তার, ইংরেজী প্রভাষক ফাতেমা মুতালেব তালুকদার, সিনিয়র শিক্ষক আবু সিদ্দিক, ছাত্রদল নেতা শিহাব আহমদ, কামরুল হাসান বাবলু, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি বদরুজ্জামান চানু, শওকত মিয়া, ব্যবসায়ী সুমন আহমদ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, বুলবুল আহমদ, সুলতান মাহমুদ, সহ আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বক্তারা, অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত