নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৬ ১৫:৫৯

দক্ষিণ সুরমায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪

সিলেটের দক্ষিণ সুরমায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জন নারী রয়েছেন।

সোমবার উপজেলার জালালপুর ইউপির রায়খাইল হদরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রায়খাইল হদরপুর গ্রামের বিপুল চন্দ্র পালের সাথে পার্শ্ববর্তী সুভাষ পাল ও তৌমুস আলীর সাথে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধে আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে। বিপুল পাল মুড়ি বিক্রি করেন। তার ৪ মেয়ে। ৪ জনই স্কুল ও কলেজের শিক্ষার্থী।

জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিপুল চন্দ্র পালের বাড়িতে সবাইকে আটকে রেখে হামলা চালানো হয়েছে বলে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিপুলের স্ত্রী সুচিত্রা রানী পাল। হামলাকারীরা বিপুলের স্ত্রী ও মেয়েদেরও মারধর করে।

এই ঘটনায় আহত হয়েছেন বিপুল চন্দ্র পাল, তার স্ত্রী সুচিত্রা রানী পাল, কলেজ পড়ুয়া মেয়ে শম্পা রানী পাল, দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সীমা রানী পাল।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিপুল।

 

আপনার মন্তব্য

আলোচিত