
১৯ মে, ২০২৪ ১৮:৩৪
হবিগঞ্জের মাধবপুরে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
চৌমুহনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইদ্রিছ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ভুট্রুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির টু আইসি ফজলুল হক, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজহার উদ্দিন ভূইয়া, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, মনতলা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার দাউদ হোসেন, হরিণখোলা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার জাফরউল্লাহ, বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, কৃষি ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপক এনামুল হক, বিআরডিবি মাধবপুর উপজেলার চেয়ারম্যান হুমায়ুন কবির, অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, সমাজসেবক ফজলুর রহমান, ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন মেম্বার, আ. রউফ মেম্বার, সিনিয়র সাংবাদিক বিকাশ বীর, সানাউল হক শামীম, বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, সহকারী শিক্ষক আঞ্জব আলী, সমাজ সেবক সাদেকুর রহমান মীর, মোজাহিদ চৌধুরী, রোজিনা মেম্বার, নূর নাহার মেম্বার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
আপনার মন্তব্য