মাধবপুর প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৬ ১৯:১০

মাধবপুরে আওয়ামীলীগের পাল্টা প্রতিবাদ সভা

হবিগঞ্জের মাধবপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি সম্পর্কে  'কটুক্তি' করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে পাল্টা প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার বিকেলে  উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের সম্ভাব্য মনোনিত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করে উপজেলা প্রাঙ্গনে জড়ো হয়। সভায় বক্তারা বলেন এডভোকেট আবু জাহির জেলা আওয়ামীলীগের কান্ডারি । যারা এডভোকেট আবু জাহির সম্পর্কে কটুক্তি করেছেন তারা ভুল করেছেন। তারা প্রকশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে  লাগি বৈঠা দিয়ে প্রতিহত করা হবে।  

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলেন্দ্র শেখর পুরকায়স্থ টিটু, সাধারন সম্পাদক মোতাছিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান  মোঃ আলাউদ্দিন, খায়রুল হোসাইন মনু, শাহাব উদ্দিন,শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা ফারুক আহাম্মেদ ফারুল, শ্রমিক লীগ নেতা আপন মিয়া, যুবলীগ নেত্রী ফাতেমাতুজ জহুরা রিনা প্রমুখ।গতকাল রোববার আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত নেতারা তাদের কমী সমর্থক নিয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি সহ মনোনয়ন বোর্ডের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ এনে জামাত , বিএনপি ও রাজাকার পুত্রদের নাম তালিকা করে কেন্দ্রে পাঠানোর অভিযোগ তুলে    বিক্ষোভ মিছিল , প্রতিবাদ সভা ও ঢাকা সিলেট  মহাসড়ক অবরোধ করে। এরই প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে সম্ভাব্য প্রার্থীরা পাল্টা প্রতিবাদ সভা করেন।

আপনার মন্তব্য

আলোচিত