সুনামগঞ্জ প্রতিনিধি

০১ মে, ২০১৬ ২০:০৮

সুনামগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর সলিলসমাধি হয়েছে। রোববার বিকাল সাড়ে পাঁচটায় সুনামগঞ্জ-সিলেট সড়ক লাগোয়া খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপি গ্রামে এ ঘটনা ঘটে।

তিন শিশু হলো দামোধরতপি গ্রামের তজিবুর রহমানের মেয়ে হালিমা (৮) ও ছেলে সাজিদ (৬), পার্শ্ববর্তী মাহমদ পুর গ্রামের জহির আলীর ছেলে শাহেদ (৯)।

পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল মিয়া জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর গ্রামের নারী-পুরুষেরা ধান শুকাচ্ছিলেন। এ সময় গ্রামের শিশুরাও তাদের সঙ্গে ছিল। বিকাল চারটার দিকে ওই তিন শিশুকে দেখতে না পেয়ে তাদের পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ের সড়কের পাশে খালের পানিতে তিনজনের লাশ পান তাঁরা।

রফিকুল ইসলাম খান বলেন,‘ঘটনাটি খুবই মর্মান্তিক। হয় তো খেলতে গিয়ে শিশুরা ওই খালের পানিতে পড়ে যায়।’

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সেখানে ছুটে যান। রাত সাতটায় জানাজ শেষে তিন শিশুর দাফন সম্পন্ন হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত