সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০১৬ ০১:২২

দক্ষিণ সুরমায় ৭ দিনের জন্য মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মোটর সাইকেল চলাচলের উপর সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩ মে মধ্যরাত ১২টা থেকে ১০ মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া আগামি ৬ মে মধ্যরাত ১২টা থেকে ৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত অন্যান্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার বিকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

দক্ষিণ সুরমা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৭ মে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এসএমপি।

শনিবার বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.০৪১.০১১.১৬-৮৬, (তারিখ-১৫/০৩/২০১৬) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক অধিশাখা-৬ এর স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০১.২০১৬-৬৪, (তারিখ-১৬/০৩/২০১৬) মূলে জারীকৃত পরিপত্রের ১৬নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনার আলোকে আগামী ৩ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

এছাড়া ১৭.০০.০০০০.০৭৯.০৪১.০১১.১৬-৮৬, (তারিখ-১৫/০৩/২০১৬) নং স্মারক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক অধিশাখা-৬ এর স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০১.২০১৬-৬৪, (তারিখ-১৬/০৩/২০১৬) মূলে জারীকৃত পরিপত্রের ১৬নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনের আগের দিন ৬ মে মধ্যরাত ১২টা থেকে ৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় টেক্সিক্যাব, বেবীটেক্সি, সিএনজি অটোরিকসা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও মোটর সাইকেল চলাচলের উপর নিষিদ্ধ জারি করা হলো।’

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না।

জরুরি কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’

এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত