নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০১৬ ১১:৪৯

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত, সাড়া নেই মানুষেরও

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে রোববার টানা ২৪ ঘন্টার হরতাল ডাকলেও কর্মসূচি পালনে তাদের কোন তৎপরতা দেখা যায়নি।
 
রোববার (৮ মে) সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে হরতালের তেমন কোন প্রভাব নেই।  হরতালের শুরুতে নগরীর বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা পয়েন্ট ঘুরে স্বাভাবিক জনজীবনের চিত্রই পাওয়া গেছে। অবাধে চলাচল করছে রিকশা, অটোরিকশা।

সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। এদিকে, হরতালে যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। হরতালে দিনের শুরু থেকে নাশকতা প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (০৫ মে) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার (০৮ মে) সকাল ৬টা থেকে সোমবার (০৯ মে) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত