কুলাউড়া প্রতিনিধি

২৭ মে, ২০১৬ ২১:৪২

কুলাউড়ায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সাধনপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল তিনটায় হরিচক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজীপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান জাহাঙ্গীরের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন  হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মনজ কান্ত দাস, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজ সেবক আব্দুল গফুর, সাবেক শিক্ষক মনোয়ার আলম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত