বড়লেখা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০

দেশের অগ্রযাত্রা ব্যাহত করার অপপ্রয়াস চলছে : হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে সাফল্যের সাক্ষর রেখে চলেছে। সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, আইসিটিসহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। অন্যদিকে সরকারের এ সাফল্য ও দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপপ্রয়াস চালাচ্ছে কুচক্রী মহল।

হুইপ আরো বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছে। বছরের প্রথম দিনে সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা।
 
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কলেজকে জাতীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গভর্নিং বডির সভাপতি ও হুইপকে এ সংবর্ধনা প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল রাব্বানির সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এমএ মুজিব মাহবুব, ফুলতলা শাহ নিমাত্রা অধ্যক্ষ জহির উদ্দিন, তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, হুইপের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, জুড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএম সামছুল ইসলাম, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলাম, কলেজের শিক্ষার্থী আব্দুল হান্নান, ফাহমিদা সুলতানা লিমা প্রমুখ।  


আপনার মন্তব্য

আলোচিত