সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৪

বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত ৪ শিশু হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্ধারিত তারিখে শিশু বিচারিক আদালতে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ মামলার চার্জ গঠন করেন। 

৮ জন আসামির মধ্যে কারাগারে রয়েছে ৫ জন ও পলাতক রয়েছে ৩ জন। পলাতক আসামিরা হলেন-উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

নারী ও শিশু আদালতের সরকারি কৌসুলী (পিপি) আবুল হাসেম মোল্লা মাসুম জানান, শুনানির সময় কারাগারে আসামি আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী চার্জভূক্ত আসামিদের মধ্যে কারাগারে থাকা আরজু মিয়ার জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে দেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালু মহাল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত