মৌলভীবাজার প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৭

মৌলভীবাজারে ‘জবাই’ করার সময় হরিণ উদ্ধার

ফাইল ছবি

মৌলভীবাজারে ‘জবাইকালে’ একটি হরিণ উদ্ধার করার খবর দিয়েছে বিজিবি। জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরের সংরক্ষিত এলাকা থেকে হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির দপ্তরে এক প্রেস বিফিংয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ এ কথা জানান।

এসময়ে মেজর মাহমুদ বলেন, সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দূরে এক জায়গায় একদল লোক একটি হরিণ ধরে জবাই করার প্রস্তুতি নিচ্ছে খবর পাওয়া যায়।

“খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মো. মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহত অবস্থায় একটি মাদি হরিণ উদ্ধার করেন।” ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে গেছে বলে জানান মেজর মাহমুদ।

তিনি জানান, হরিণটির গলা ও পায়ে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। হরিণটির সেবাযত্নের জন্য শ্রীমঙ্গলের ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের’ চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের হাতে তুলে দেওয়া হয়েছে।
পাশের আদমপুর সংরক্ষিত বন থেকে শিকারিরা হরিণটিকে ধরে আনে বলে দাবি মেজর মাহমুদের।

সিতেশ রঞ্জন দেব বলেন, তিনি সেবাযত্ন দিয়ে হরিণটি সুস্থ করে তুলবেন। পরে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত