বড়লেখা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৪

বড়লেখা ও জুড়ীতে ৪১৮ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় ৪১৮ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। গত শুক্রবার ও শনিবার রাতে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন হুইপ।

উদ্বোধন হওয়া গ্রামগুলো হচ্ছে-বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল, আলিমপুর, নিজবাহাদুর ইউপির ছাতুড়পার, জুড়ী উপজেলার বাহাদুরপুর, কালনীগড়, দ: কালনীগড় ও আমতৈল (চক)। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, এপিপি গোপাল দত্ত, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুদরিছ আলী, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য রফিক উদ্দিন প্রমুখ।

এদিকে জুড়ীতে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগের সাধারণ জুবায়ের হাসান জেবলু, আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা দেবদুলাল দাস, দেবাশীষ দাস সাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত