শ্রীমঙ্গল প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০১৬ ২২:০৯

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে শ্রীমঙ্গলে ১১টি আদিবাসী পুঞ্জির মানববন্ধন, সমাবেশ

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খানিয়ারা গাছ কেটে পান গাছ লাগানোর সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ১১টি আদিবাসী পুঞ্জির প্রায় পাঁচ শতাধিক মানুষ।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানুগাছ রোডস্থ পৌরসভার সম্মুখে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মনিপুরী যুব কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ভিম্পল সিনহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৃহত্তম সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারপার্সন জিডিসন প্রধান সুচিয়াং, সংগঠনের মহাসচিব ফিলা পত্মী, ত্রিপুরা কল্যান সংসদের সিলেট বিভাগীয় সম্পাদক শ্যামল দেব বর্মা, চা জনগোষ্ঠি আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিথ্যা, ভিত্তিহীন, বাস্তবতা বর্জিত ও গোঁজামিলপূর্ণ ঐ প্রতিবেদনে শুধু ব্যাক্তি নয়, পুরো একটা সম্প্রদায় তথা জাতিকে অপমান ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যে কোন বুদ্ধিমান ওই ব্যক্তি প্রতিবেদন পড়লে বুঝতে অসুবিধা হবে না যে প্রতিবেদনটি কোনো ভাবেই সাংবাদিকতার নীতিমালার ভিতরে পড়ে না।

আপনার মন্তব্য

আলোচিত