ছাতক প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৬ ১৮:২৪

ছাতকে নিরাপত্তাহীনতায় প্রবাসী, থানায় অভিযোগ

ছাতকে চরম নিরাপত্তাহীনতায় ও আতংকে দিন কাটাচ্ছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদ পুর গ্রামের মৃত রিয়াছত আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী সিকন্দর আলী।

এ বিষয়ে সিকন্দর আলী বাদী হয়ে রবিবার (২৩ অক্টোবর) গ্রামের ২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর দুপুরে সিকন্দর আলী তার জমাকৃত পানি নিজের ফিসারিতে সেচের মাধ্যমে নিতে গেলে একই গ্রামের মৃত রুস্তুম আলী পুত্র সিদ্দেক আলী, তার পুত্র রসিক মিয়া বাঁধা প্রদান করে। সিকন্দর আলী তার নিজের পানি নিজের ফিসারিতে নিতে বাঁধার কারন জানতে চাইলে সিদ্দেক আলী ও তার পুত্র রসিক মিয়া উত্তেজিত হয়ে দলবল সহ লাঠি-সোঠা, রড, রামদা হাতে নিয়ে সিকন্দর আলীর উপর হামলা চালায়। এ সময় আশেপাশের লোকজন এসে সিকন্দর আলীকে উদ্ধার করেন।

অভিযোগ থেকে আরও জানা যায়, উক্ত আসামীরা ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘ দিন থেকে সিকন্দর আলীকে নানা ধরনের ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন বলে জানান সিকন্দর আলী।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই কামরুল হুসাইন বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত