মাধবপুর প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৬ ০০:২৭

মাধবপুরে বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার, আটক ৩

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের 'মাদক সম্রাট' আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৪শ টাকা উদ্ধার করেছে মাদক ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স।

বুধবার (২৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে আটক করা হয়েছে আকবরের ছেলে মোঃ রায়হান মিয়া (২৫) ও তার ভাই আলী জব্বর(৩৮) কে। তবে আকবর পালিয়ে যান।

অপরদিকে একই দিনে মাদক ব্যবসায়ী আশু মিয়ার পশ্চিম মাধবপুরস্থ ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তার স্ত্রী নুপুর বেগম(২৫) কে আটক করেছে টাস্কফোর্স।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক এডি মোশারফ হোসেনের নেতৃত্বে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান নগদ টাকা ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মাদক সম্রাট হিসেবে পরিচিত আকবরের বাড়িতে ের আগেও বিজিবি, র‌্যাব, জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার ও তাকে গ্রেফতার করেছিলো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত