মাধবপুর প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৬ ২০:৪৪

মাধবপুরে পুড়ে যাওয়া মন্দির পরিদর্শনে সাংসদ মাহবুব

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে গত ২৭ নভেম্বর গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী নাট মন্দির পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে পুড়ে যাওয়া মন্দির পরিদর্শন করেন তিনি।

ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মাহবুব আলী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া কুচক্রী মহলের কাজ। রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি করতে একটি মহল বেপরোয়া। ৭১ এ তারা এ জ্বালাও পোড়াও করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তাদেরকে প্রতিহত করেছে। এখনও তাদের কে প্রতিহত করা হবে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, একদল দুর্বৃত্ত গত ২৭ নভেম্বর গভীর রাতে বুল্লা গ্রামের অমরেন্দ্র রায়ের বাড়ির নাট মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত