ছাতক প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৬ ২২:৩১

ছাতকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সুনামগঞ্জ জেলা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের সহকারী পরিচালক(এড চার্জ) ও সুনামগঞ্জ জেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ পরিপন্থি অপরাধে শহরের মিষ্টি মেলা থেকে ১৫ হাজার টাকা, বিক্রমপুর ভিজা মিষ্টি থেকে ১ হাজার টাকা, ঢাকা ভাগ্যরাজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, সানি ডিপার্মেন্টাল ষ্টোর থেকে ২ হাজার টাকা, ভাই-ভাই হোটেল রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, আপন হোটেল এন্ড সুইটমিট থেকে ৩ হাজার টাকা ও নিপা ফার্মেসী থেকে ৩ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়।

এ সময় সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা আব্দুল খালেক খান, ছাতক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক ও ছাতক থানার এসআই সুহেল আহমদ অভিযানের সাথে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত