নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৮

পটকা খেয়ে আরো এক বৃদ্ধার মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পটকা খেয়ে বিষক্রিয়ায় ছফাতুন্নেছা (৬৫) নামক আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত তিনটার দিকে নগরীরর একটি বেসরকারী হাসপাতাল মাউন্ট এডারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃদ্ধার বাড়ি চারিকাটা ইউনিয়নের থুবাং গ্রামে। তার স্বামী আব্দুল মতলিব। 

৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

এদিকে গতকাল জৈন্তাপুরে পটকা খেয়ে বিষক্রিয়ায় দুই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সিলেটের বিভিন্ন এলাকার দরিদ্র বাসিন্দারা পটকা মাছ হিসেবে খেলেও এটি কোনো মাছ নয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, পটকা কোনো মাছ নয়। এটি বিষযুক্ত একটি জলজপ্রাণী। পটকার কানের কাছে গ্রন্থিতে বিষ থাকে। পটকা খেলে বিষক্রিয়া হতেই পারে। এটি খেলে কেউ মারাও যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত