সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:১৬

ফেঞ্চুগঞ্জে ৫৬ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন

সিলেটের ফেঞ্চুগঞ্জে এডিপির ৫২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় এই অনুমোদন প্রদান করা হয়।
 
এডিপি’র চার কিস্তির তহবিলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো গ্রহণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের হাটবাজার তহবিলের ৪ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়া এলাকায় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রোমান মাসিক সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সঞ্চালনায় সভায় সম্প্রতি সিলেটে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের একাধিক সদস্য মারা যাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিষাক্ত পটকা মাছ বাজারে ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া জনসচেতনতা বাড়াতে উপজেলার হাটবাজারগুলোতে মাইকিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাছিত, উত্তর কুশিয়ারা ইউপির প্রশাসক চন্দন কুমার মহাপ্রাত্র, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির প্রশাসক মো. কামাল আহমদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও, ঘিলাছড়া ও উত্তর ফেঞ্চুগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করায় সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে সভা থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত