নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার থেকে

২৯ মার্চ, ২০১৭ ২৩:৪৫

নাসিরপুরে অপারেশন হিট ব্যাক ‘আপাতত স্থগিত’

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় চালানো ‘অপারেশন হিট ব্যাক’ আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

বুধবার রাত দশটার দিকে ডিআইজি এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার সকালের দিকে আবার অভিযান শুরু হতে পারে।

ডিআইজির এই ঘোষণার আগেই নাসিরপুর ছেড়ে মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান নেয় অপারেশন পরিচালনাকারী সোয়াট টিম। তবে পুলিশ নাসিরপুরের ওই বাড়িটি রাতেও ঘিরে রাখে।

এরআগে সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে এই অপারেশন শুরু করে সোয়াট। শুরু পর ঘন্টাখানেক ব্যাপক গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এরপর অন্ধকার ঘনিয়ে আসা ও বৃষ্টির কারণে অপারেশন কিছুটা ব্যাহত হয় বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত মৌলভীবাজারের এক পুলিশ কর্মকর্তা রাত ৯টায় দিকে জানিয়েছিলেন, এই মুহূর্তে বাসাটির ভেতর থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। নাসিরপুরের অপারেশন শেষ হলেই বড়হাটে অপারেশন চালানো হবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত