সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৭ ১৪:১৯

সিসিক মেয়রকে তিনদিনের সময় দিলো হকাররা

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিক প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন সিলেটের হকাররা।

সাম্প্রতিক সময়ে, সিসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রবিবার (৩০ জুলাই) সকালে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধনে সিলেট মহানগর সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদ সিসিক মেয়র ও প্রশাসনকে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে স্থায়ী পুনর্বাসনের দাবিতে তিনদিনের আল্টিমেটাম দেয়।

সিলেট মহানগরের সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসরাত জাহান খোকন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম।

অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সদস্যরা হকারদের স্থায়ী পুনর্বাসনের দাবী জানান। তিনদিনের ভিতরে সমাধান না দিলে তারা কঠোর কর্মসুচীর ঘোষণার হুশিয়ারী দেন।

আপনার মন্তব্য

আলোচিত