নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৪ ০০:৫৮

দেশ থেকে পার্সি ভাষা হারিয়ে যাবে বিষয়টি আমাকে ভাবিয়েছে: প্রধান বিচারপতি

খাড়িয়া সম্প্রদায়ের মাতৃভাষা পার্সি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, যে কোনো মূল্যে খাড়িয়াদের মাতৃভাষা রক্ষা করতে হবে। বাংলাদেশের কোনো ভাষাকেই হারিয়ে যেতে দেওয়া যাবে না।

শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের গেস্ট হাউসে খাড়িয়া সম্প্রদায়ের দুই বোন ভেরোনিকা কেরকেটা ও খ্রিস্টিনা কেরকেটার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, বাংলাদেশ ভাষাবৈচিত্র্যের দেশ। গণমাধ্যম সূত্রে জেনেছি, এ দেশে খাড়িয়া সম্প্রদায়ের মাত্র দু’জন জীবিত আছেন, যারা মাতৃভাষায় কথা বলতে পারেন। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে পার্সি ভাষা হারিয়ে যাবে- বিষয়টি আমাকে ভাবিয়েছে। এ জন্য নিজ উদ্যোগে তাদের সঙ্গে দেখা করতে এসেছি।

ওবায়দুল হাসান বলেন, আজ এখানে এসে আশ্বস্ত হলাম, শুধু দু’জন নয়, অনেকেই পার্সি ভাষায় কথা বলতে পারেন। খাড়িয়া সম্প্রদায়ের আড়াই থেকে তিন হাজার মানুষ এ দেশে বসবাস করছেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, সিনিয়র জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবির, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, শ্রীমঙ্গলের ইউএনও আবু তালেব প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতি চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত চায়ের জাত ও তৈরি চায়ের গুণগত মান যাচাই করেন।

আপনার মন্তব্য

আলোচিত