জুড়ী প্রতিনিধি

০৮ মে, ২০২৪ ২৩:০৭

জুড়ীতে কিশোর রায় চৌধুরী বিজয়ী

ষষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে জুড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক  কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ১৯৯১৮টি। নিকমতম প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য  বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক (আনারস) পেয়েছেন ১৫১৮৮।

অপর প্রার্থী আমেরিকা প্রবাসী কবির উদ্দিন (দোয়াত কলম) পেয়েছেন ১২৩৬৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস পেয়েছেন ৪৯৪০ ভোট, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৯২ ভোট,নাসির উদ্দিন কড়াই প্রতিকে পেয়েছেন ২১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  জুয়েল আহমদ(জুয়েল রানা) চশমা প্রতীকে পেয়েছেন ২১৩১৮। তার নিকমতম প্রতিদ্বন্ধী টিয়া পাখি প্রতীকের উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা  আব্দুস শহিদ পেয়েছেন ১৩২৭৯ ভোট।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বই প্রতীকের শেখরুল ইসলাম পেয়েছেন ৫৭৬১ ভোট,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তালা প্রতীকের প্রার্থী ইকবাল আহমদ পেয়েছেন ৫২৫৪ ভোট, মাইক প্রতীকের শামিম আহমদ পেয়েছেন ২৮৭৯ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের মোয়াজ জাকারিয়া শিপলু পেয়েছেন ২৬৩৩ ভোট, টিউবওয়েল প্রতীকের রুবেল আহমদ পেয়েছেন ২১০৬।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম পেয়েছেন ২৯৫৬০। তার নিকমতম প্রতিদ্বন্ধী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা পেয়েছেন ১৯৭৭৯ ভোট।অপর প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম কলস প্রতীকে পেয়েছেন ৩৮২৯ ভোট।

বুধবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট শেষে উপজেলা হলরুমে ফলাফল সংগ্রহ ও তথ্য কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

আপনার মন্তব্য

আলোচিত