বিয়ানীবাজার প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০১৭ ১৯:০৬

বর্ণিল আয়োজনে বিয়ানীবাজারে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন

‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে, সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে বিয়ানীবাজারে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌরশহরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে লাল পতাকা মিছিল বের করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পরে বিকেল ৪ টায় স্থানীয় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ‘ফিরে দেখা রুশ বিপ্লব: বর্তমান, ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম।

কবি ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি সিলেট কমিটির সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক কমরেড এড. আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মজির উদ্দিন আনছার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক আব্দুল মালীক ফারুক, সিপিবির বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি তমাল সেন, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়, প্রগতিশীল লেখক সংঘের সভাপতি মাধব রায়, কেন্দ্রিয় খেলাঘর কমিটির সদস্য তুহিন কান্তি ধর, যুব ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি খায়রুল হাসান, খেলাঘর সিলেট সংসদের সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল।

প্রধান অতিথি অভিনু কিবরিয়া ইসলাম বলেন, মানব সভ্যতার ইতিহাসে রুশ বিপ্লব এক বড় ঘটনা, প্রয়োগে ত্রুটির কারণে রুশ দেশে সমাজতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা স্থায়ী হয়নি, কিন্তু এই বিপ্লব তথা দর্শন ভ্রাতৃত্ব সাম্য ও ন্যায়পর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তহীন প্রেরণা হয়ে কাজ করবে।

তিনি বলেন, দেশে এক ক্রান্তিকাল বিরাজ করছে। চারিদিকে শোষণ-বঞ্চনা, শ্রেণি বৈষম্য আর হতাশা বিরাজ করছে। দেশেরে সামগ্রিক উন্নয়ন ঘটাতে হলে বিকল্প রাজনৈতিক শক্তির বিকাশ ঘটাতে হবে। এজন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই; সমাজতন্ত্রই হচ্ছে সভ্যতার মশাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখের ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আব্দুর নূর, সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এড. আবুল কাশেম, আমিনুল ইসলাম, কাউন্সিলর আকছার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি স্বপন দেব নাথ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফয়ছল আহমদ, প্রভাষক সঞ্জয় আচার্য্য, কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য্য, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার উপজেলা যুব ইউনিয়নের সভাপতি লুৎফুল হক চৌধুরী ফাহিম, সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক ও ব্লগার হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন বিয়ানীবাজার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান। সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠী ও নৃত্যশৈলী-সিলেটের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মন্তব্য

আলোচিত