বালাগঞ্জ প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৭ ০১:০৯

শীতলপাটির ইউনেস্কোর স্বীকৃতি লাভে বালাগঞ্জে আনন্দ উৎসব পালনে মতবিনিময়

ঐতিহ্যবাহী শীতলপাটি বিশ্বসংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করায় বালাগঞ্জে আনন্দ উৎসব পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়াকে প্রধান উপদেষ্টা করে একুশ সদস্যের কমিটি করা হয়।

সভায় বোয়ালজুর ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়াকে আহবায়ক ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যার নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুকে যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনেদ মিয়াকে সদস্য সচিব করে ৭১ সদস্যের আনন্দ উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলনকে আহবায়ক, শাহাবুদ্দিন শাহিন, হুসাইন আহমদকে যুগ্ম আহবায়ক ও ইমন শাহ্কে সদস্য সচিব করে প্রকাশনা, তথ্য সংগ্রহ ও গবেষণা উপ-কমিটি। ম. আ মুহিতকে আহবায়ক ও আইনুর আহমদ রুমন, মাহমুদ হোসেন মাছুম, লাল মোহন দাস নান্টু, প্রদীপ দাস, দুলু মিয়া, সঞ্জয় দাস, অনন্ত দাস, জুয়েল আহমদ, রুহেল আহমদকে সদস্য করে ১১ সদস্যে অর্থ উপ-কমিটি। নয়ন তালুকদারকে আহবায়ক করে ১১ সদস্যের ব্যবস্থাপনা উপ-কমিটি গঠন করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত