চুনারুঘাট প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:৫৪

চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনার চত্বরে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনার চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনী, শিশু -কিশোরদের মাঝে খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

এছাড়াও উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা শহীদ মিনার চত্বরে প্রথম প্রহরে উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে.এম আজমিরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং কুচকাওয়াজ প্রদর্শনী ও সালাম গ্রহণ করেন।

বেলা ১২ টায় মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কাইজার মোহাম্মদ ফারাবী'র সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার এডভোকেট মাহবুব আলী এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে.এম আজমিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (পিপি) আকবর হোসেন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, পৌর মেয়র মো. নাজিম উদ্দিন শামসু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার,  চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুহিদ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাসান আলী, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মোস্তাক আহমদ মাসুম তরফদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল সামাদ, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা নমিন খাঁন, মুক্তিযোদ্ধা আ. রশীদ, মুক্তিযোদ্ধা রহিম খাঁন, মুক্তিযোদ্ধা আ. হক প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত