গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:৩১

আন্তর্জাতিক অভিবাসন দিবসে গোলাপগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাক মাইগ্রেসন প্রোগ্রামের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার জামাল মিয়া, সমাজসেবা অফিসার তানজিলা তাসনিম, শিক্ষা অফিসার পারভেজ তালুকদার।

কর্মসূচিতে ঢাকাদক্ষিণ ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আরাফাত হোসেন, হিসাব রক্ষক শফিকুল ইসলাম মুক্তা, ব্র্যাক মাইগ্রেসন প্রোগ্রামের ফিল্ড অগ্রানাইজার রতন মণি দাস, ভূমি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন, তহশিলদার নিপেন্দ্র কুমার দাস, নাজির সিরাজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, সিও সঞ্জয় কুমার চক্রবর্তী, জাকির আহমদ, ওসমান গনি, শাহ আলম, রাসেল আহমদ, রাজন পাল, আব্দুস সামাদ আজাদ, নেওয়ারুন বেগম, সোনারা বেগম, দিলারা বেগম ও মণি বেগম, মো. তুরন মিয়া, জসিম উদ্দিন, পিন্টু চন্দ্র দাস ও রাহুল দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে কর্মরত বাংলাদেশিরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এ জনসম্পদকে যুগোপযোগী প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে বিশ্বের শ্রম বাজারে রপ্তানি করতে পারলে দেশে অর্থনীতির ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব হবে।

আপনার মন্তব্য

আলোচিত