সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৭ ০২:০৮

নারীদের তথ্য অধিকারের বিষয়ে সচেতন করে তুলতে হবে: প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান বলেছেন, দেশের মাত্র ৮ ভাগ নারী তথ্য অধিকার সম্পর্কে জানেন। বিশাল নারী সমাজের মধ্যে এ সংখ্যা খুবই নুন্যতম।

নারীদের তথ্য পাওয়ার অধিকার নিয়ে সকল পর্যায়ে ব্যাপক আলোচনার উপর জোর দিয়ে তিনি বলেন, তথ্য সমৃদ্ধ সমাজ উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করবে। সরকারি ও বেসরকারি সংস্থার সাথে নারীদের সম্পৃক্তি দিন দিন বাড়লেও অবহেলিত পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিয়ে আসতে হলে তথ্য অধিকারের বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতে হবে।

তিনি মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশন ও আইডিয়ার উদ্যোগে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষক, প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এমজেএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহিন কাউসারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিত সিনহা, সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুম মুনিরা, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম, আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক ও কার্টার সেন্টারের চিফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ২৫ জন নারী পুরুষ অংশ নিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত