উত্তম কাব্য

২২ জানুয়ারি, ২০১৮ ০১:২৯

সরস্বতী পুজা আজ, সিলেটে নগরীতে ৩০০ মণ্ডপে পুজা

আজ (সোমবার) সরস্বতী পুজা। সরস্বতী হিন্দুদের বিদ্যার দেবী হিসেবে পুজিত হন। সিলেট নগরীর প্রায় তিনশ'টি মণ্ডপে আজ সরস্বতী পুজা হবে। এরমধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়েই ২২ টি স্থানে পুজা হবে।
 
রোববার নগরীর দাড়িয়াপাড়া, লামাবাজার, মাছুদিঘীরপাড় ঘুরে দেখা যায়, পুজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব মণ্ডবে মঞ্চ ও আলোকসজ্জ্বার কাজ করা হচ্ছে। অনেক জায়গায় প্রতিমাও বসানো হয়েছে।

দাড়িয়াপাড়ার অপরাজিতা সংঘের সভাপতি রীমা দাস জানান, ইত্যেমধ্যে আমাদের প্রস্তুতির সব কাজ শেষ হয়েছে। সকালে অঞ্জলি প্রদান করা হবে।

সিলেটের বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও পুজার আয়োজন করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পুজা নগরীর মাছুদিঘীর পাড় এলাকায় হচ্ছে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থইস্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থী অপর্ণা ভৌমিক জানান, প্রতিবছরের ন্যায় এবার নর্থইস্ট পূজা করছে। আমাদের প্রস্তুতি চলছে রাতের মধ্যেই আশা করি সব শেষ হবে।

এদিকে পূজা উপলক্ষ্যে প্রতিমা শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার মৃৎশিল্পী সত্য গোপাল পাল জানান, প্রতিমা তৈরীর কাজ আগেই শেষ হয়েছে। প্রতিমা বিভিন্ন দামের আছে ২০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর শাবিতেই ২২টি পুজা হচ্ছে। সিলেট মহানগর  ৩০০টির বেশী পুজা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত  আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। কোনো রকম সমস্যা ছাড়াই প্রতিটি পূজামণ্ডপে পুজার শেষ প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত