মৌলভীবাজার প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০১৮ ২০:৪৩

মৌলভীবাজারে লোকালয়ে ‍‌চিতাবিড়াল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদপুরে লোকালয়ে ধরা পড়েছে দুর্লভ প্রজাতির বিলুপ্ত প্রাণী চিতাবিড়াল।

আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকালে আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে সমিজ মিয়ার বাড়ির উঠানে একটি চিতাবিড়াল দেখে বাড়ীর লোকজন ও এলাকাবাসী মিলে বিড়ালটিকে আটক করে।

পরে তারা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে আসলে তাদের কাছে চিতাবিড়ালটি হস্তান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আদমপুর বনবিট এলাকায় চিতাবিড়ালকে অবমুক্ত করেন কুরমা বনবিট কর্মকর্তা জহিরুল ইসলাম।

বন্যপ্রাণী গবেষক তানিয়া খান জানান, চিতাবিড়াল সাধারণ নিশাচর প্রাণী, ছোট ছোট প্রাণী শিকার করে খায়। সংরক্ষিত বনাঞ্চল এবং সুন্দরবনে এদের বসবাস বেশি তবে এরা খুবই বিলুপ্ত প্রজাতির প্রাণী।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, এটি একটি দুর্লভ প্রজাতির বিড়াল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিলো চিতাবিড়ালটি।

আপনার মন্তব্য

আলোচিত