ছাতক প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০১৮ ২০:৫৬

ছাতকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক শহরের বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্ডলীভোগ, তাতীকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে কয়েকদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে চলছিল নির্বাচনী উৎসবের আমেজ। প্রার্থীর ছবি সম্বলিত ব্যানার-পোষ্টারে ছেয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা।

শনিবার (২৭জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যেই ছিল নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পুলিং কর্মকতা এবং প্রার্থীর এজেন্ট।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। সকালে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী, সহ সভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক পৌর কাউন্সিলর রজনু আহমদ প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস উপস্থিত ছিলেন।

বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ী হয়েছে ৫ম শ্রেণীর অন্তরা আচার্য, আবির আচার্য অংকন, ৪র্থ শ্রেণীর শাহ ইব্রাহিম চৌধুরী নাহিয়ান, অদিতি তালুকদার উর্মি, ৩য় শ্রেণীর আল আমিন রুহান, ফারহান আহমদ চৌধুরী ও লাবণ্য আচার্য।

ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে ১০ শ্রেণীর রাব্বী আহমদ, প্রসেনজিৎ কুমার চন্দ পল্লব, ৯ম শ্রেণীর ওয়াসিফ সারোয়ার আলভী, ৮ম শ্রেণীর আমিনা আকবর মিম, তারেক আহমদ ফয়ছল, ৭ম শ্রেণী জান্নাত মাহজাবিন ইকরা, আহমেদ সারোয়ার আজাদ, ৬ষ্ঠ শ্রেণীর সৈয়দা মেহেরীন ত্বাহা বিজয়ী হয়েছে।

চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীর খাদিজা বেগম তানিসা, রিমা আক্তার, ৯ম শ্রেণীর কোহিনুর আক্তার সাথী, তাসনিয়া তাবাসসুম ইতি, ৮ম শ্রেণীর কাজী ইসরাত জাহান ইভা, ছামান্তা আক্তার কণা, ৭ম শ্রেণীর অন্তরা সরকার ও ৬ষ্ঠ শ্রেণীর নিশাত তাসনিম উর্মি বিজয়ী হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত