সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ০২:০৪

প্রধানমন্ত্রীর সফর: সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানানোর আহ্বান

সিলেট মহানগরীর যেকোনো আবাসিক এলাকা, হোটেল বা মার্কেটে সন্দেহজনক কোন ব্যক্তি অথবা সন্দেহজনক কোন বস্তু দেখলে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর উপলক্ষে সতর্কতা ও নির্দেশনা অংশ হিসেবে এ তথ্য জানায় পুলিশ কর্তৃপক্ষ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে সিলেট নিরাপত্তা চাদরে ঢাকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে নিরাপত্তার স্বার্থে নগরীর অনেক প্রবেশমুখ, রাস্তাঘাট ও যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে বা নিয়ন্ত্রণ করা হতে পারে।

প্রধানমন্ত্রীর জনসভার দিন বিদেশ যাত্রীদের জন্য হাতে বেশী সময় নিয়ে বাসা বা বাড়ি থেকের বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সন্দেহজনক ব্যক্তি ও বস্তু দেখলে দ্রুত পুলিশের নিম্নোক্ত নম্বরে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা খোলা)
০১৭১৩৩৭৪৩৭৫
০১৯৯৫১০০১০০
০৮২১-৭১৬৯৬৮

ট্রাফিক কন্ট্রোল রুম
০৮২১-৭১৮০২৮

ডিবি কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬
ওসি, কোতোয়ালি-০১৭১৩৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২
ওসি,এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮
ওসি, শাহপরান(র:)-০১৭১৩৩৭৪৩১০
ওসি,মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯
পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬
ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০
ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১

আপনার মন্তব্য

আলোচিত