সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৪০

বন্দরবাজারে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মখন মিয়ার আগাম জামিন

বন্দরবাজারে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষে ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহিন ও তৃষ্ণা দেবনাথ এর বেঞ্চ তাঁর ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

শেখ মখন মিয়ার আইনজীবী কামরুজ্জামান সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে তিনি ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শেখ মখন মিয়াকে আসামি করা হয়। কোতয়ালী থানার এস আই অনুপ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫৭ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখসহ ২ শতাধিক জনকে আসামি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত