নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:২৭

ওয়াজে সংঘর্ষ: জৈন্তাপুরে ৪৭টি ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত

জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র সংঘর্ষের সময় অগ্নি সংযোগের ফলে ৪ গ্রামের ৪৭ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব বাড়ি চিহ্নিত করা হয়। এর মধ্যে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এখলাছুর রহমানের বাড়িও রয়েছে। এছাড়া সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এছাড়াও প্রদান করা হয়েছে কম্বলসহ অন্যান্য পরিধেয় বস্ত্র।

এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং পুলিশ সুপার মনিরুজ্জামান ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শণ করেন। তারা ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে ধৈর্য্য ধারণের আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত