নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ১৮:৫৫

অপারেশন থিয়েটারে জাফর ইকবাল

ছবি: ফোকাস বাংলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের স্বীকার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। মাথার ও ঘাড়ে ৭-৮টি স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

শাবিপ্রবি'র ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান খান এ বিষয়টি জানিয়েছেন।

শাবি মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ২৪-২৫ বছর বয়সী এক যুবক পেছন থেকে তাঁর উপর হামলা করে ছুরিকাঘাত করে।

প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত