গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৮ ১৫:৩৭

পর্যটন শিল্প বিকাশে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে: এমপি ইমরান

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, দেশের পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ খাতের সম্ভাবনা ও সমস্যা নিরূপণে নানা উদ্যোগ নিচ্ছেন। দেশে পর্যটন শিল্প বিকাশ ও আধুনিকায়নে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ প্রশংসনীয়।

রোববার (৪ মার্চ) সিলেটের জাফলং জিরো পয়েন্টের অদুরে উপজেলা পরিচালনা ও উন্নয়নের আওতায়, এলজিইডির তথ্যাবধানে জাইকার অর্থায়নে ১১ লক্ষ টাকা ব্যয়ে জাফলং বেড়াতে আসা পর্যটক, দর্শনার্থীদের সুবিধার্থে ওয়াশব্লক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, শ্রীপুর সহ অত্রাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে আরও আধুনিকায়ন ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলা হচ্ছে। সেই লক্ষে সম্প্রতি ১৯০ কোটি টাকা ব্যয়ে সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কার উদ্যোগ,সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্র সমূহে পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা, রিসোর্ট, হোটেল, মোটেল, কটেজসহ আধুনিক স্থাপত্যশৈলীর নানা অবকাঠামো গড়ে ওঠছে। জাফলংয়ের পর্যটকদের সেবায় এই ওয়াশ ব্লকও তারই ধারাবাহিকতার একটি অংশ। গাছপালা সবুজায়ন সৃষ্টি করে অচিরেই জাফলং পর্যটন স্পটে আরও সুন্দর পরিবেশ গড়ে  তোলা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিল্লোল রায়, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাটের উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, পিয়াইন বার্তা সম্পাদক ব্যবসায়ী ইমরান হোসেন সুমন, ব্যবসায়ী নুরুজ্জামান, আব্দুল মান্নান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, জিয়াউল ইসলাম সবুজ, পশ্চিম জাফলং ইউপি যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মামুন পারভেজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, প্রজন্ম জাফলং সভাপতি রিপন আহমদ, সাংবাদিক মিনহাজ মির্জা, শাহ আলম, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা যুবলীগ আহবায়ক ফারুক আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত