নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০১৮ ১৯:৫৯

জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে হামলা চালায় ফয়জুর

জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে ফয়জুল।

রোববার (৪ মার্চ) মেজরটিলার র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৯–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল (সিও) আলী হায়দার আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ফয়জুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- জঙ্গিবাদে বিশ্বাসী হয়েই সে এ হামলা চালিয়েছে।

আলী হায়দার বলেন, ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশই মামলার তদন্ত করবে। র‍্যাব ছায়া তদন্ত করবে। তিনি বলেন, সাধারণত এ ধরনের হামলায় কয়েকজন থাকে। কিন্তু ফয়জুর বলছে সে একাই ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁরা তিনজনকে হেফাজতে নিয়েছেন। একজন ফয়জুরের চাচা আবদুল কাহার। আরেকজন হলো ফয়জুর যেখানে কাজ করত সেখানকার মালিক। ওই প্রতিষ্ঠানের মালিক র‍্যাবকে বলেছেন, গত জানুয়ারি মাসে ফয়জুর কাজ ছেড়ে দেয়। তবে তৃতীয় ব্যক্তির নাম র‍্যাব প্রকাশ করেনি।

সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব বলেছে, ফয়জুরের কাছে একটি চাকু ও চাবির রিং পাওয়া গেছে। রিংয়ে সাইকেলের তালার চাবি ছিল। যদিও ফয়জুর হেঁটেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল। ফয়জুর বলছে সে দাখিল পাস। আলিম পড়ার সময় পড়াশোনা ছেড়ে দেয়। তবে কোথায় সে দাখিল পড়েছে, সে সম্পর্কে একেকবার একেক তথ্য দিচ্ছে।

শনিবার (৩ মার্চ) বিকেলে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। আহতাবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারী ফয়জুরকে।

পরে রাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কাযুক্ত।

আপনার মন্তব্য

আলোচিত